চলো যাই সাগর তীরে, তুলোশী চক্রবর্ত্তী
চলো যাই সাগর তীরে
——————————-
চলো যাই সাগর তীরে, এই তটভূমি পেরিয়ে
আছোই তো তুমি এই বিশ্বের নীল পারাবারে
যদি আমিও যাই এই তটভূমি পেরিয়ে
আমার সাথে নীল সাগর জলে তুমি কি পা ভিজাবে??
হাত ধরে মুখোমুখী তীরে আসবে কি বসতে?
স্মিত মুখে কোমল হাতে তোমার পিঠে চাপড়ে যদি হারিয়ে যাই ভীরে??
তবে তুমি খুজবেতো আমারে??
মনে করো অসময়ে বৃষ্টি আসে সঙ্গে ছাতাও না থাকে
যদি ভিজতে বলি ;তোমার আপত্তি নেই তো তাতে??
সাদা সাদা প্রবল ঢেউ তীরে আছড়ে যখন পরবে
ভয়ে যদি চিৎকার করি,তুমি কি আমার হাতটি তখন ধরবে?
রাগাতে কখনো তোমায় অজান্তে জল ছিটাবো
হাতধরেই একসাথে সূর্য্যডোবা দেখবো,
হয়তো কখনো নৌকা করে খানিকক্ষন একসাথে ঘুরবো
আবার কখনো হাত ছড়িয়ে উপরের উন্মুক্ত গগন পানে তাকাবো,
আর তোমার বদন পানে চেয়ে পায়ে পায়ে তীরে হেঁটে বেড়াবো
হয়তো অভিমান ভাঙ্গাতে বালির উপর তোমার নামটি লিখে স্বাগতো জানাবো,
অনেক অনেক সুন্দর মুহুর্ত একসাথে হৃদয়ে অনুভব করবো
তুমি আমার সাথে যাবেতো বলো????
লেখকঃ–তুলোশী চক্রবর্তী, কোচবিহার।
আরো কবিতা পড়ুন….