গুজবে কান দিয়ে লবণ কিনে বাজার অস্থির করবেন না: কালিয়াকৈরের এসি ল্যান্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : লবণের কৃত্রিম সংকট তৈরি করে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে জন্য দোকানে দোকানে গিয়ে তল্লাশি চালিয়ে এক ব্যবসায়ীকে জরিমানা ও একটি দোকান সিলগালা কালিয়াকৈরর সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ। একই সঙ্গে সকলকে অনুরোধ জানিয়েছেন গুজবে কান দিয়ে অহেতুক লবণ কিনে বাজার অস্থির না করার জন্য।
তিনি এসি ল্যান্ড কালিয়াকৈর এবং তাঁর ব্যক্তিগত ফেসবুকে এ সংক্রান্ত এক পোষ্টে এই অনুরোধ জানিয়ে লিখেছেন,
কান নিয়ে গেল চিলে সমাচার!
আসলেই কি লবণের দাম বেশী? উত্তরটি হচ্ছে না। দাম মোটেও বেশী নয়। সরবরাহও কিন্তু স্বাভাবিক, তবে গুজবের সুযোগ নিয়ে কিছু ব্যক্তি উচ্চ মূল্যে লবণ বিক্রি করছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালিয়াকৈর বাজারে একজন ব্যাবসায়ীকে ২ হাজার টাকা জরিমানা ও একটি দোকান সিলগালা করা হয়েছে। অন্যান্য বাজারগুলোও কঠিন মনিটরিং এর আওতায় আছে। তবে বাজারগুলো ঘুরে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে লবণ কেনার হিড়িক! আমরা নিজেরাই পরিনত হচ্ছি ছোট ছোট মজুতদারে। তাই সবার কাছে অনুরোধ থাকল গুজবে কান দিয়ে অহেতুক লবণ কিনে বাজার অস্থির করবেন না।
আরো জানতে………..
মুরগী ব্যবসায়ীর দোকানে লবণ মজুদ : মোবাইল কোর্টে জরিমানা