গাজীপুর

‘কমিউনিটি ব্যাংক’ মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আধুনিক ব্যাংক সেবাকে সহজলভ্য করতে ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের’ মাওনা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার)।

রোববার ব্যাংকের আমন্ত্রিত অতিথিদের নিয়ে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন- “বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে কমিউনিটি ব্যাংক গঠিত হলেও পুলিশ সদস্যদের পাশাপাশি সাধারণ জনগণও এর সুবিধা ভোগ করতে পারবেন। এ ছাড়াও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, কমিউনিটি ব্যাংক নিঃসন্দেহে অত্র অঞ্চলের অর্থনীতিতে ̧গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”

গাজীপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম এর সভাপতিত্বে ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ এর সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী বিপিএম (বার), ডিআইজি (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহাম্মদ তারিক বিপিএম, ঢাকা রেঞ্জ ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন বিপিএম (বার), পিপিএম (বার), কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড (সিবিবিএল) এর ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, এআইজি (কল্যাণ ট্রাস্ট) মোঃ ফেরদৌস আলী চৌধুরী ও গাজীপুর জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলাম অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমডি মসিউল হক চৌধুরী তাঁর বক্তব্যে বলেন-“প্রত্যন্ত অঞ্চলে আধুনিক ব্যাংক সেবা চালু করে ব্যাংকিং সুবিধার বাইরে থাকা মানুষদের নিকট নিরাপদ আর্থিক লেনদেন সুবিধা প্রদানে ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ এবং বিভিন্ন কমিউনিটির সদস্যদের নিকট উদ্ভাবনী ব্যাংকিং সেবা পৌঁছে দেয়াই ব্যাংকের উদ্দেশ্য।”

শ্রীপুর পৌরসভার মাওনার ভাই ভাই কমপ্লেক্সের ২৫৫ নম্বর হোল্ডিংয়ে এই ব্যাংকের কার্যক্রম পরিচালনা করা হবে।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button