কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত নারীর আত্মহত্যা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : টঙ্গী-ভৈরব রেলসড়কের কালীগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত এক নারী আত্মহত্যা করেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকের আউটার সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পড়ে ওই নারীর দেহ কয়েক টুকরো হয়ে গেছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় শনাক্ত করা যায় নি। নিহতের বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহ-আলম জানান, বিকেল সাড়ে ৩টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশনের পশ্চিম দিকের আউটার সিগন্যাল এলাকায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়ে। খবর পেয়ে বিকেল সাড়ে ৫ টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, চলন্ত ট্রেনের নিচে ঝাপ দিয়ে ওই নারী আত্মহত্যা করেছে।