কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে মুনসুর আলী (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশিদের বিরুদ্ধে ।
শনিবার সকালে সিংহশ্রীর নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনসুর নয়ানগর গ্রামে আঃ সাদির ফকিরের ছেলে।
স্থানীয়রা সূত্রে জানা যায়, নিহত মুনসুর আলীর বাড়ি সংলগ্ন সীমানার জমিতে তার প্রতিবেশি চাচা রবিউল আউয়াল জোরপূর্বক দখল করতে আসলে মুনসুর তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে মুনসুরকে লোহার শাবল দিয়ে পিটিয়ে আহত করে। পরে বাড়ির লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, নিহত মুনসুর আলীর জমি নিয়ে তার প্রতিবেশি চাচা রবিউলের সাথে বিরোধ ছিল। সম্প্রতি এক শালিস বৈঠকে সিদ্ধান্তও হয়েছিল সরেজমিনে জমির সীমানা নির্ধারণ করে উভয়ের মধ্যে বিরোধ নিষ্পত্তি করার। এরই মধ্যে আজ এই ঘটনা ঘটেছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় নিহত মুনসুরের পরিবারের পক্ষথেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।