শ্রীপুরে গুলি ছুড়ে স্বর্ণের দোকানে লুট, গুলিবিদ্ধ ১
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে অস্ত্রধারী ডাকাত দলের সদস্যরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ও গুলি ছুড়ে দুইটি স্বর্ণের দোকানে লুট করেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জৈনাবাজার এলাকার শৈলাট সড়কের জাকির হোসেনের মার্কেটে অবস্থিত ‘নিউ দীপা জুয়েলার্স’ ও ‘লক্ষী জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।
ডাকাত দলের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন নিউ দীপা জুয়েলার্সের মালিক শ্রী দেবেন্দ্র কর্মকার (৪৯) ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ খবর নিশ্চিত করেছেন।
লক্ষী জুয়েলার্সের মালিক মানিক চন্দ্র পাল জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে নিউ দীপা জুয়েলার্স ও লক্ষী জুয়েলার্সের দূরত্ব প্রায় একশ’ গজ। বড় মাইক্রোবাস ও দু’টি মোটরসাইকেলে কমপক্ষে ১৪ জনের একদল সশস্ত্র ডাকাত এসে দুই দোকানে একসঙ্গে হামলা করে। ৫ মিনিটের মধ্যে দোকানে সাজিয়ে রাখা অলংকার ও নগদ টাকা লুটে নেয় ডাকাত দলের সদস্যরা। তাদের বাধা দেওয়ায় দেবেন্দ্র কর্মকারকে গুলি করে অস্ত্রধারীরা পালিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটালে মুহূর্তের মধ্যে সড়ক ফাঁকা হয়ে যায়। এ সুযোগে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যায়া।
আশপাশের লোকজন দেবেন্দ্র কর্মকারকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠায়।
ওই হাসপাতালের রিসিভশনে কর্মরত আব্দুল ছামাদ জানান, দেবেন্দ্র কর্মকারকে পেটে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লক্ষী জুয়েলার্সের মালিকের দাবি, ‘তার দোকান থেকে প্রায় ৪০ ভরি স্বর্ণালংকার ও নগদ চার লাখ টাকা লুটে নিয়েছে।’
তবে নিউ দীপা জুয়েলার্সের মালিক দেবেন্দ্র কর্মকারের দোকানের মালামাল লুটের বিবরণ পাওয়া যায়নি।
এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুর করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।।