পূবাইলে শ্রমিক লীগ নেতার বাড়িতে ডাকাতি: নগত টাকাসহ স্বর্ণালঙ্কার লুট
গাজীপুর কণ্ঠ : মহানগরের পূবাইল বিলাসারা এলাকায় শ্রমিক লীগ নেতা শফিকুল ইসলাম কাঞ্চনের বাড়িতে শুক্রবার রাতে ডাকাতির ঘটনা ঘটেছে।
ডাকাতরা ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ২ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও বিভিন্ন মূল্যবান জিনিসপত্রসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
গৃহকর্তা শফিকুল ইসলাম কাঞ্চন স্থানীয় আওয়ামী শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং টঙ্গী অলেম্পিয়া টেক্সটাইল মিলের শ্রমিক লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
শফিকুল ইসলাম কাঞ্চন জানান, শুক্রবার রাত একটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত তার বাসায় হানা দেয়। ডাকাতরা বাসার কলাপসিবল গেট ও তিনটি রুমের দরজা ভেঙে ঘরের ভেতর প্রবেশ করে। এ সময় মুখোশ পরা কয়েকজন ডাকাত তাকেসহ পরিবারের অন্য সদস্যদের গলায় পিস্তল ও ছুরি ধরে জিম্মি করে ফেলে। পরে ডাকাতরা বাসার আলমিরা ভেঙে ২ লাখ টাকা, ৩০ ভরি স্বর্ণালঙ্কার, একটি ল্যাপটপ ও ৫টি দামি এন্ড্রয়েট মোবাইল সেটসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় খবর পেয়ে রাত ২টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতির ঘটনায় তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়া বলেন, অভিযোগ শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।