অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য

শিশু দিবস, তুলোশী চক্রবর্তী

শিশু দিবস
———————
শিশু সত্যস্বরূপিনী, শিশু মোদের নয়নমণি
তাঁদের মাঝেই লুকিয়ে আছে সব রত্নের খনি।
শিশুরা তো স্নিগ্ধ ফুলের কুড়ির মতো সুন্দর,
প্রতিটি শিশুরই আছে নিষ্পাপ অন্তর।
শিশুরা আনন্দদায়িনী,শিশু মায়াময়
শিশুর হাতের স্পর্শে জুড়ায় হৃদয়।
শিশু ব্রহ্মরূপা শিশু প্রাণের সুখ,
তাঁদের হাসি এক পলকে ভুলিয়ে দুখ্।
শিশু পুণ্যস্থিত,ঈশ্বরের প্রেরিত দূত
শিশুর ভালোবাসায় নেই যে কোনো খুঁত।
আজকের শিশুরাইআগামীর ভবিষ্যৎ
তাই করো বাধামুক্ত তাঁদের চলার পথ।
শিশুমন যে চায় শুধু খেলা আর হাসিখুশি
পড়াশুনাও তার সাথে চলবে পাশাপাশি।
বর্তমানের অধিক শিশুর নেই যে অধীকার
প্রতিনিয়ত হচ্ছে তাঁরা নির্যাতনের শিকার।
অবলীলায় অবহেলায় তাদের জীবন ছাড়খার
বহু শ্রম করেও তাঁরা পায়না আধপেটা খাবার।
স্টেশনে হাটে-ঘাটে কিবা গ্যারেজ কারখানায়
ফুলের মত কুঁড়িগুলো খাদ্যাভাবে ঘাম ঝরায়।
শিশু নির্যাতনের হতো যদি সঠিক প্রতিকার
ফিরে পেতো সেদিন সব শিশুদের অধিকার।
ঘটতো তখন জাতির এক অপূর্ব মেলবন্ধন
সার্থক হতো সেদিন শুধুই শিশু দিবস পালন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button