জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতে চার লক্ষ টাকা জরিমানা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ইটিপি নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনা ও লাইসেন্স বিহীনভাবে কৃষিজাত পণ্য মজুদকরণের দায়ে মহানগরের চান্দনা চৌরাস্তা এবং কাশিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চার লক্ষ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
বুধবার পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর আওতায় এবং কৃষিপণ্য বিপণন আইন ২০১৮, অত্যাবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ অনুযায়ী এ জরিমানা আদায় করা হয়েছে।
ইটিপি নির্মাণ ব্যতীত কারখানা পরিচালনার দায়ে ফাইভ অশান ওয়াশিংকে কারখানাকে এক লক্ষ টাকা এবং ৬ টি গোডাউনে লাইসেন্স বিহীনভাবে কৃষিজাত পণ্য মজুদকরণ, মেয়াদোত্তীর্ণ মালামাল রাখার দায়ে ভাইবোন এন্টারপ্রাইজকে তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, চার লক্ষ টাকা জরিমানা আদায়ের পাশাপাশি অনুমোদনবিহীন খাদ্যদ্রব্য ধ্বংস করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, বাজার কর্মকর্তা এবং এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা।