অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
এলোমেলো স্বপ্ন, তুলোশী চক্রবর্ত্তী
এলোমেলো স্বপ্ন
বাড়ি থেকে খানিক দুরে,একটি শিউলি ফুলের গাছ,,
পাশেই একটি নদী ,প্রবহমান বারোমাস..
চলে যেতাম সেথায় আমি,ভোরের পাখি ডাক দিলেই…
অনেক অনেক শিশির ভেজা ঘাস পেরিয়েই…
শিউলি ফুল কুড়োতে গিয়ে ,
দেখা হত, নামহীন যত ফুল, ফোটে প্রভাতে…
আর সেকেলে সেই বটগাছটায় দোল খেতে খেতে.
কত স্বপ্ন জমিয়ে ছিলাম ,শুধু প্রভাতে প্রভাতে….,
আজ গগনচুম্বি স্বপ্ন গুলো ,ভেসে গেছে নদীর জলে..,
আবার একত্র করার আশায়..–
নিশিথেও নিদ্রা না আসে,আমার চোখের কোনে।
লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।
আরো কবিতা পড়ুন….