গাজীপুর

ঢাকা কারাগার থেকে কাশিমপুর কারাগারে খালেদ ও সেলিম

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আগেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে। এবার স্থানান্তর করা হলো তাঁর সহযোগী আরেক বহিষ্কৃত যুবলীগ নেতা খালেদ মাহমুদ ভূঁইয়াকে। এ ছাড়া ক্যাসিনোবিরোধী অভিযানে গ্রেপ্তারকৃত সেলিম প্রধানকেও ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। একই কারাগারে অবস্থান করলেও তাঁদের একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগ সম্ভব হবে না বলে কারা সূত্রে জানা গেছে।

কারা সূত্র জানায়, গত শনিবার খালেদ মাহমুদ ও সেলিম প্রধানকে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে। খালেদ মাহমুদ ভূঁইয়াকে গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর মতিঝিলের ক্লাবপাড়ায় ক্যাসিনোবিরোধী অভিযান চালায় র‌্যাব। তাঁর বিরুদ্ধে অস্ত্র, মাদক, মানি লন্ডারিং ও দুর্নীতির মামলা করা হয়েছে। ২৮ সেপ্টেম্বর অস্ত্র ও মাদক আইনের দুই মামলায় তাঁকে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ। এরপর তাঁর মামলার তদন্তভার পায় র‌্যাব। র‌্যাব তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে মানি লন্ডারিং আইনে করা মামলায় খালেদকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ২৩ অক্টোবর তাঁকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। খিলগাঁও থানার একটি হত্যা মামলায় খালেদকে জিজ্ঞাসাবাদ করে পিবিআই।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button