তোমারই তুমি, তুলোশী চক্রবর্তী
তোমারই তুমি
————————–
তোমারই তুমি চিরকালের
কিন্তু এই মায়া তোমার চোখের?
সেটাও কি আমার জন্য নয়?
ভাবতেই করে ভীষণ ভয়।
নতুন সাথী পেলে তুমি চলে যাবে?
সাধ্য নেই যে তোমায় আটকাবো।
ওগো তবে তুমি কালবৈশাখী ঝড়ের মতো
এসো না করতে আমার হৃদয়ে ক্ষত।
তোমারই থাকো তুমি
তবে আমার লেখা ছন্দ তুমি
কবিতা তুমি
আমার গাওয়া গানের সুরও তুমিই।
ঘুম ভাঙ্গা চোখে দেখা আদরে সোহাগে ভরা তোমার মুখ
নিমেষেই ভুলিয়ে দেয় আমার সব রকম দুখঃ।
মাঝ দুপুরের কুয়াশার মতো মিলিয়ে যেতে চাইনা
একসাথেই চলতে চাই দুর অজানা,
জানিনা কি হবে? ভগবানের অপার লীলা
ভাগ্য কি? দেবদাসের মতো আমৃত্যু ভালোবেসে চলা।
আকুতি মিনতি করে হবে কি কিছু? কিংবা কেঁদেকেটে
জীবনের সবকিছুইতো অন্তর্যামীর হাতে।
তবু তুমি জেনো- তখনো পুর্ণ বিশ্বাসের মর্যাদায়
তুমি রয়ে গেছো আমার মনের মনিকোঠায়।
লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।
আরো কবিতা পড়ুন….