গাজীপুর
গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী নিহত
গাজীপুর কণ্ঠ : রাজেন্দ্রপুর-কাপাসিয়া সড়কের হালডোবা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল গাছের সাথে ধাক্কা লাগলে মোটরসাইকেল আরোহী জিল্লুর রহমান (৫০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিল্লুর রহমানের বাড়ি পাবনার চাটমোহর থানার সিটলাই গ্রামে। তিনি গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় পারটেক্স গ্রুপে চাকুরি করতেন।
জয়দেবপুর থানার এসআই ওয়াসিম জানান, জিল্লুর রহমান মোটরসাইকেল করে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে হালডোবা এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ রাস্তার পাশে গজারি গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠোনো হয়।