আলোচিত
ঘূর্ণিঝড় মোকাবিলায় সুন্দরবনের অবদান অনস্বীকার্য
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঘূর্ণিঝড় বুলবুলকে দুর্বল করে দিয়েছে সুন্দরবন। দেশে আঘাত হানা অধিকাংশ ঘূর্ণিঝড় মোকাবিলায় অবদান রেখেছে বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্যটি।
রোববার (১০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড় বুলবুল সম্পর্কে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন আবহাওয়াবিদ আব্দুল মান্নান।
আব্দুল মান্নান বলেন, এ বছর যতগুলো ঘূর্ণিঝড় হয়েছে, সেগুলোর অধিকাংশ সুন্দরবন পয়েন্ট কেন্দ্রিক হওয়ায়, রক্ষা পেয়েছে বাংলাদেশ। কারণ সুন্দরবন অতিক্রম করে ঘূর্ণিঝড়গুলো পূর্ণ শক্তি নিয়ে ধেয়ে আসতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। যদি ঘূর্ণিঝড়টি বরিশাল কেন্দ্রিক হতো, তাহলে বাংলাদেশের জন্য ভয়াবহ দুর্যোগ বয়ে আনত। তাই নিঃসন্দেহে বলা যায়, ঘূর্ণিঝড় মোকাবিলায় সুন্দরবনের অবদান অনস্বীকার্য।