শিক্ষা

জাবি ভিসির দুর্নীতির তথ্য প্রমাণ শিক্ষামন্ত্রী বরাবরে জমা দিল আন্দোলনকারীরা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের দুর্নীতির তথ্য প্রমাণ শিক্ষামন্ত্রী বরাবর জমা দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার রাত ১১ টার পর রাজধানীর বনশ্রীতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত সচিব ড. আব্দুল আলীম খানের বাসা ‘ক্লান্ত নিবাস’-এ গিয়ে লিখিত অভিযোগপত্র দেন আন্দোলনকারী চার শিক্ষক।

শিক্ষকদের মধ্যে ছিলেন- বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম তালুকদার, ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবু সাইদ, মো. মোস্তাফিজুর রহমান এবং ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ।

এর আগে, গত বুধবার (৬ নভেম্বর) শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের জানিয়েছিলেন, ৮ নভেম্বরের মধ্যে প্রমাণসহ সুনির্দিষ্ট অভিযোগ চাইলেও এখন পর্যন্ত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি কাঠামোর মধ্যে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে।

অভিযোগ দেওয়ার পর বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিম তালুকদার বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, দুর্নীতিবাজ ও মামলাবাজ উপাচার্যের বিরুদ্ধে যে আন্দোলন হচ্ছে এর মাধ্যমে বড় ধরনের পরিবর্তন হবে।’

অভিযোগ জমা দেয়ার পর আপনারা কতটা আশাবাদী, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা শতভাগ আশাবাদী। আমরা প্রত্যাশাই করি না মন্ত্রণালয় আমাদের পক্ষ অবলম্বন করবে। যেগুলো সত্য ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে পক্ষ অবলম্বন করলেই আমাদের জয় হবে।’

দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর আন্দোলনের অন্যতম সংগঠক ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক বলেন, ‘আমরা সকল তথ্য প্রমাণ জমা দিয়েছি। আজকে শিক্ষা উপ মন্ত্রীর একটা সংবাদ সম্মেলন আছে তারপর আসলে আমরা সিদ্ধান্ত নিবো কি করা যায়।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button