গাজীপুর

শ্রীপুরে ‘মদ খেয়ে’ প্রাণ গেল দু’জনের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর উপজেলার বরমীর পাইটালবাড়ী এলাকায় অতিরিক্ত মদপানে দু’জনে মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে আরো একজনকে।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাইটালবাড়ী গ্রামের আক্তার হোসেন (৬৮) ও লিয়াকত আলী (৫৫)।

শ্রীপুর থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম এবং স্থানীয়রা ইউপি সদস্য হুমায়ুন মিয়া জানান, গত বৃহস্পতিবার রাতে আক্তার হোসেন, লিয়াকত আলী ও নূরুল ইসলাম একসঙ্গে মদ পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁদের গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে রাত সাড়ে ৩টার দিকে আক্তার হোসেন মারা যান। এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় লিয়াকত আলী মারা যান।

এছাড়া অতিরিক্ত মদপানে অসুস্থ নূরুলের অবস্থা আশঙ্কাজনক।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button