রাশিফল

দাম্পত্য কলহের যোগ আছে কন্যার, স্বাস্থ্য ভালো যাবে না মীনের

গাজীপুর কণ্ঠ, রাশিফল ডেস্ক : মেষ : প্রকাশনাশিল্পে অর্থ বিনিয়োগ হতে পারে। বিদেশ গমনের ছাড়পত্র পেতে পারেন। আয় থেকে ব্যয় বেশি।

বৃষ : শ্রমিকদের ওপর প্রভাব বিস্তার করে কাজ করে নেওয়া সহজ হবে। স্ত্রীর স্নায়বিক রোগ বেড়ে যাবে।

মিথুন : দাম্পত্য কলহে খুব খারাপ পরিস্থিতি হবে। ব্যবসায় নতুন যোগাযোগ বাড়বে। স্বাস্থ্য ভালো যাবে না।

কর্কট : বিমা ব্যবসায় অগ্রগতি হবে। সন্তানের স্বাস্থ্য নিয়ে দুর্ভাবনা বাড়তে পারে। ব্যয় বাড়বে।

সিংহ : স্ত্রীর কর্মে উন্নতি ও আয় বাড়বে। সংসারে দ্বন্দ্ব দেখা দিতে পারে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে না।

কন্যা : চলচ্চিত্রশিল্পে সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য কলহের যোগ আছে। আঘাতজনিত দুর্ঘটনায় সতর্ক থাকুন।

তুলা : চাকরির ক্ষেত্রে কলহ দেখা দিতে পারে। রক্তচাপ বাড়তে পারে। ব্যয় বাড়বে।

বৃশ্চিক : রোগ বৃদ্ধির আশঙ্কা আছে। সন্তানের বিদেশ ভ্রমণের কাগজপত্রের কিছু সমস্যা দেখা যায়। প্রেমে বিচ্ছেদ যোগ আছে।

ধনু : মায়ের চিকিৎসার জন্য বিদেশ যেতে হতে পারে। আয় থেকে ব্যয় বেশি। অর্থ বিনিয়োগ আংশিক হবে।

মকর : কর্মক্ষেত্রে নেতৃত্ব থাকলেও অতৃপ্তি থাকবে। আত্মীয়রা কাজে সহযোগিতা করতে পারে। ব্যয় বাড়বে।

কুম্ভ : ব্যবসায় আংশিক লাভ হবে। আয় মোটামুটি ভালোই থাকবে। তবুও তেমন সঞ্চয় হবে না।

মীন : প্রকাশ্য শত্রুরা তৎপর থাকলেও ব্যবসা বাড়বে। স্বাস্থ্য ভালো যাবে না। চাকরিতে মনোযোগ দিলে শুভ ফল আশা করা যায়।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button