অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
হেমন্তেরই প্রাক্কালে, তুলোশী চক্রবর্তী
হেমন্তেরই প্রাক্কালে
———————–
আজি চিন্তামুক্ত সকালে
হেমন্তের প্রাক্কালে,
দেখি শিশির কণা গুলি জ্বলে
একটু রোদের আলো পেলে।
গাছে গাছে পাতায় পাতায়
আছে ফোঁটা ফোঁটা শিশির জমে,
হচ্ছে মনে রুপোলি দুল পড়েছে
তাহার সবুজ কানে।
কার্ত্তিকের প্রারম্ভে
হালকা হিমেল প্রাতে,
পুষ্ট ধানের শিষ গুলি
দুলছে গাঁয়ের ক্ষেতে।
এখন ঠান্ডা দিঘির জলে
ভরে আছে শাপলা ফুলে,
মন মাতানো আবেগ আসে
বসলে কোনো নদীর কুলে।
চলছে বাউল গান গেয়ে
সবুজ মাঠের পথটি ধরে,
জানান দিচ্ছে আসছে নবান্ন
প্রতিটি কৃষকের ঘরে ঘরে।
লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।
আরো কবিতা পড়ুন….