গাজীপুর

‘রাস্তা প্রশস্ত করণে ক্ষতিপূরণের’ দাবীতে পূবাইলে মানববন্ধন

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূবাইল কুদাব মধ্যপাড়া এলাকায় ‘রাস্তা প্রশস্ত করণে ক্ষতিপূরণের দাবীতে প্রতিবাদ ও মানব বন্ধন’ কর্মসুচী পালন করেছে এলাকাবাসী।

গাজীপুর সিটি কর্পোরেশনের নেয়া উন্নয়ন প্রকল্পে বিভিন্ন রাস্তা ৩০ফুট ৪০ফুট ও ৬০ ফুট প্রসস্থ করণে অনেকের ঘর-বাড়ি ভাঙ্গতে নির্দেশ দেয়া হয়। এমনকি ভেঙ্গে দেয়া হয়েছে।

মেয়রের দেয়া নির্দেশকে এলাকাবাসি সাধুবাদ জানালেও ক্ষতিপূরণের দাবীতে শুক্রবার বিকেলে মানববন্ধন ও প্রতিবাদ জানায় ওই এলাকার সর্বস্তরের জনতা।

কুদাব এলাকার গৃহিনী হাসিনা, শিক্ষিকা রুমি আক্তার, যুবলীগ নেতা শেখ হালিম, মামুন ভুঁইয়া, বৃদ্ধ বাবর আলী, হাজী আতাউর রহমান, আবদুল কাদির ও গোলাম মোস্তফা মানববন্ধনে বক্তব্য রাখেন।

মানববন্ধনে তাঁরা বলেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম গাজীপুরকে ‘গ্রীণ এন্ড ক্লিন সিটি’ বাস্তবায়নে বিভিন্ন প্রকল্পে রাস্তা প্রসস্থের জন্য নগরের অনেক বাসিন্দার জমি ও ঘর-বাড়ি অধিগ্রহণ না করে রাস্তা নির্মাণ করা হচ্ছে যা উচিৎ নয়। অনেকের শেষ সম্বল এক-দেড় কাঠা জমি যার সবই রাস্তায় চলে যাচ্ছে ফলে ভিটা বাড়ি হারাচ্ছে অনেকে।

আমরা এই মানববন্ধন থেকে মেয়রকে অনুরোধ জানাচ্ছি, ‘উন্নয়নের বিপক্ষে আমরা নই সরকারি নীতিমালা অনুযায়ী উন্নয়নে যথাযথ ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা করার জন্য’।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button