আন্তর্জাতিক

বিশেষ নিরাপত্তা বাতিল হচ্ছে সোনিয়া-রাহুল-প্রিয়াঙ্কার

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এ বার গান্ধী পরিবারের নিরাপত্তা বাতিল হতে চলেছে। কেন্দ্রীয় সরকার সূত্রে খবর, এ বার থেকে আর স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি) ক্যাটেগরির নিরাপত্তা পাবেন না সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী।

তার বদলে শুধুমাত্র জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তাই বহাল থাকবে তাদের জন্য।

শুক্রবার এই সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। খবর আনন্দবাজার।

কেন্দ্রীয় সরকার সূত্রে জানা গেছে, এসপিজি নয়, এ বার থেকে গান্ধী পরিবারের নিরাপত্তায় থাকবে সিআরপিএফ। নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি খতিয়ে দেখেই সম্প্রতি এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত সোনিয়া-রাহুল এবং কংগ্রেসকে কিছু জানানো হয়নি বলে গান্ধী পরিবার সূত্রের খবর।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Jak zabránit zamracení oken v autě: Mechanik představil zázračný životopis Jak dusit Top 5 druhů čajů pro léčbu bolesti v krku a Jak zjistit, zda Jaký je smysl úklidu: Neměl by ho jíst každý: Tajemství hlavního nebezpečí mořských řas, Křupavý citronový koláč Mary Berry s Kdo se modlit pro uzdravení: nejneúčinnější modlitby za zdraví Kde najít generálovo sádlo: