প্রতিমন্ত্রী চুমকিকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী
গাজীপুর কণ্ঠ : গাজীপুর-৫ (কালীগঞ্জ, পূবাইল, বাড়িয়া) সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে পর পর তিনবার এমপি নির্বাচিত হওয়া প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চায় এলাকাবাসী।
এলাকাবাসী জানান, আমরা আশা করব এবার প্রতিমন্ত্রী চুমকিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিসভায় পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিয়ে আরেকটি উদাহরণ সৃষ্টি করবেন।
এলাকাবাসী আরোও বলেন, শহীদ ময়েজউদ্দিনের কন্যা হিসেবে আওয়ামী লীগের রাজনীতিতে তাঁর আলাদা একটি বলয় আছে। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বেশিরভাগ মানুষ। অনেক পরীক্ষা দিয়ে নমিনেশন পেয়েছেন তিনি। শহীদ ময়েজউদ্দিনকে আজও ভালোবাসেন এলাকার মানুষ। পিতার অনেক গুণ রয়েছে চুমকির মধ্যে। সে গুণগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করছেন তিনি। এসব গুণের কারণে দলমত নির্বিশেষে মানুষ তাকে ভালোবাসেন। বাবার স্বপ্ন পূরণে আমৃত্যু কাজ করে যেতে চান তিনি। এছাড়াও বিগত ১০ বছরে প্রতিমন্ত্রী হয়ে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।
এসব বিষয়কে সামনে রেখে পুবাইল এলাকার জনগণ এবার পূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চান মেহের আফরোজ চুমকিকে।
সাবেক পূবাইল ইউপি আ-লীগ সভাপতি বর্ষীয়ন নেতা আলী হোসেন মাস্টার বলেন, মেহের আফরোজ চুমকি শহীদ ময়েজউদ্দিন ও বঙ্গবন্ধুর আদর্শে নৌকায় লড়ে তৃতীয়বারের মত বিপুল ভোটে জয়ী হয়েছেন। পুবাইলবাসীর পক্ষ থেকে এবার তাকে পূর্ন মন্ত্রী দায়িত্ব দেয়ার দাবী জানাচ্ছি।
পূবাইল থানা ৪০নং ওয়ার্ড কাউন্সিলর এবং নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আজিজুর রহমান শিরিষ বলেন, ১০ বছর আওয়ামী লীগ সরকার দেশের ব্যাপক উন্নয়ন করেছে, মেহের আফরোজ চুমকি নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী থাকাকালীন এদেশের নারীদের তিনি আত্মনির্ভরশীল করেছেন। নারীরা শিক্ষিত হয়ে মানব সম্পদে পরিণত হয়েছে। আওয়ামীলীগ সরকার দেশকে দরিদ্র থেকে উন্নত দেশের দিকে নিয়ে যাচ্ছে। তাই চুমকিকে পূর্ন মন্ত্রী হিসেবে দেখতে চাই।
গাজীপুর মহানগর আ-লীগের শ্রম বিষয়ক সম্পাদক জাহিদ আল মামুন বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ না দিয়ে খাম্বার ব্যবসা করেছে। চুমকি আপা পূবাইল ও কালীগঞ্জে একশ ভাগ বিদ্যুতের ব্যবস্থা করেছে। রাষ্ট্র পরিচালনায় সরকারের বার্ষিক-কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে ৫০টি মন্ত্রণালয়ের মধ্যে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় দ্বিতীয় শীর্ষ স্থান অর্জন করায় এবং সততা, দক্ষতা ও সরকারের গৃহিত কর্মপরিকল্পনা বাস্তবায়নে সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক পুরস্কৃত হয়েছেন মেহের আফরোজ চুমকি আপা।
তাই পূবাইলবাসীর দাবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার মেহের আফরোজ চুমকিকে প্রতিমন্ত্রী থেকে পূর্ন মন্ত্রীর দায়িত্ব দিবেন।
প্রতিমন্ত্রী চুমকি ২০০৮ ও ১০১৪ সালে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। দুইবারই তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এর আগে তিনি গাজীপুর ও নরসিংদী সংরক্ষিত নারীর আসনের মহিলা সংসদ সদস্য ছিলেন।
এই আসনে মেহের আফরোজ চুমকির প্রতিদ্বন্দ্বী কারাবন্দি ফজলুল হক মিলনকে পৌনে দুই লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।