অন্যান্যকবিতাশিল্প-সাহিত্য
অবলা, তুলোশী চক্রবর্তী
অবলা
———————–
অবলার মন
বলো বোঝে কতজন?
কিছু বোঝাতে না পেরে যার
কেটে যায় আমরন।
যেদিকে তাঁকায়, ছিল সব অজানা
তবু মনে হয়, সবই তো চেনা,
অবুঝ মন কিছু বোঝাতে পারে না
শুধু বারে বারে বহে নয়নের ঝরনা।
দগ্ধ আঁখি, দগ্ধ মন
নীরে শান্ত হয় কি কখন?
তবু অবলা মানে না যে ক্লান্তি
ভালোবাসাই তার সব সুখ শান্তি।
দশ মাইল হাটতে হলেও
খাওয়া দাওয়া ভুলে গিয়েও
ধৈর্য্য নিয়েও চাইবে মাপ
মাথায় থাকনা যতই প্রখর রোদ্র তাপ।
তবু দেখো দেবতার এ কেমন খেলা
ভালোবাসায় পায় সে শুধুই অবহেলা,
অবলা হওয়ায় পাওনা শুধু নিষ্ঠুর জ্বালা
বিধির অভিশাপে সে যে এক কালা।
তার সহজ সরল মন
ভালোবাসাই যার শ্রেষ্ঠ প্রিয় ধন,
মানিয়ে নিতে পারতো ঠিকই সবার সব চাওয়া
ইচ্ছ শুধু ছিল মনের মাঝের ভালোবাসাকে পাওয়া।
লেখকঃ-তুলোশী চক্রবর্তী, কোচবিহার।