আলোচিত

আইএস’র নতুন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চায় নব্য জেএমবি!

গাজীপুর কণ্ঠ ডেস্ক : সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রতিষ্ঠাতা আমির আবু বকর আল বাগদাদির নিহতের খবর পাওয়া গেছে। তারপরই এই সংগঠনের নতুন আমির হিসেবে আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরাইশির নাম ঘোষণা করে জঙ্গি সংগঠন আইএস। মূলত এই নতুন নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে আইএস’র পতাকার সঙ্গে ছবি তোলে বাংলাদেশের স্থানীয় জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবির একটি গ্রুপ।

জানা যায়, নব্য জেএমবির আরতুল গুল নামের ওই গ্রুপটি দেশেরই কোন একটি জঙ্গলে এসব ছবি তোলে। ছবিতে আট তরুণকে আইএস’র পতাকার সঙ্গে ছবি তুলতে দেখা যায়।

বাংলাদেশে জঙ্গি দমনে নিয়োজিত ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট এবং র‌্যাবের কর্মকর্তারা বলছেন, এই ছবি তুলে তারা আইএস’র প্রতি তাদের কথিত আনুগত্য দেখাতে চেয়েছে।

মূলত নতুন আমিরের দৃষ্টি আকর্ষণের জন্য এসব ছবি তোলা হয়। তবে ছবি বিশ্লেষণ করে এই জঙ্গিদের আইনের আওতায় আনতে কাজ করছে সিটিটিসি ও র‌্যাব।

সূত্র বলছে, নব্য জেএমবির তোলা এই সব ছবি প্রথমে আইএস’র কথিত প্রকাশনা সংস্থা ‘আমাক এজেন্সি’তে পাঠানো হয়। পরে ‘আমাক’ থেকে জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী মুনাফা ভিত্তিক মার্কিন সংস্থা সাইট ইন্টেলিজেন্স প্রকাশ করে।

এদিকে সোমবার রাজধানীর রমনায় অভিযান চালিয়ে জেএমবির চার সদস্যকে গ্রেফতার করেছে সিটিটিসি। ইতিমধ্যে তাদের রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।

মামলার তদন্তকারী সূত্র বলছে, ২০১৮ সালের মাঝামাঝি সময়ে বগুড়ার দুপচাচিয়া থানার সঞ্জয়পুর গ্রামের নাগর নদীর তীরে রাকিবুল হাসানের নেতৃত্বে কথিত আইএস’র মিডিয়ায় প্রচারের জন্য ভিডিও ধারণ করা হয়। পরবর্তী সময়ে নরসিংদী জেলায় সিটিটিসি কর্তৃক ‘অপারেশন গর্ডিয়ান নট’ পরিচালনার পর রাকিবুল গ্রেফতার হলে তারা আত্মগোপনে চলে যায়।

সম্প্রতি সময়ে এই গ্রুপের সদস্যরাই ছবি তুলে আইএস’র কথিত প্রকাশনা আমাকে পাঠায়। এরপর তাদের দেখে আইএস’র দৃষ্টি আকর্ষণ করতে একই ধরনের ছবি তোলার জন্য জড়ো হওয়ার চেষ্টা করে সোমবার গ্রেফতার হয় এই চার জঙ্গি।

জানতে চাইলে মামলার তদন্ত তদারকি কর্মকর্তা ও সিটিটিসি’র সিনিয়র সহকারি কমিশনার (এসি) এস কে ইমরান হোসাইন বলেন, গ্রেফতার চার জঙ্গিকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তারা জঙ্গি সংশ্লিষ্টতায় বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে।

 

সূত্র: বার্তাটোয়েন্টিফোর

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button