রূপগঞ্জে ইটভাটাসহ ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদী এলাকায় শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরের প্রায় চার একর জমি দখল করে গড়ে উঠা তিনটি অবৈধ ইটভাটার ৩০টি স্থাপনা ও তিনটি সুউচ্চ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে বিআইডব্লিউটিএ কতৃর্পক্ষ।
সোমবার বেলা ১১টা থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নির্বাহী হাকিম এসএম শাহ্ হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ উচ্ছেদ অভিযান চালায়।
বিকাল ৩টা পর্যন্ত অভিযানে নদী ভরাট করে গড়ে উঠা বায়েজিদ হোসেনের মালিকানাধীন মা ব্রিকসের চারটি দেয়ালসহ ১০টি স্থাপনা ও প্রায় দেড়শ ফুট উঁচু চুল্লি, রফিকুল ইসলামের মালিকানাধীন এমএবি ব্রিকসের চারটি দেয়ালসহ ১০টি স্থাপনা ও প্রায় একশত ফুট উঁচু চুল্লি, হেলালউদ্দিনের মালিকানাধীন এমএইচবি ব্রিকসের চারটি দেয়ালসহ ১০টি স্থাপনা ও প্রায় একশত ফুট উঁচু চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়।
উচ্ছেদ অভিযানে আরো ছিলেন- নারায়ণগঞ্জ নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সাইফুল হক খান, উপ-পরিচালক শহীদুল্লাহ ও সহকারী পরিচালক এহতেশামুল পারভেজ প্রমুখ।