কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি রবিন, সাধারণ সম্পাদক কামরুল
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিনা প্রতিদ্বন্ধিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এস.এম রবিন হোসেন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন কামরুল ইসলাম।
বুধবার (৬ নভেম্বর) উপজেলা চত্ত্বরে শহীদ ময়েজউদ্দিন মুক্তমঞ্চে অনুষ্ঠিত পৌর আওয়ামী লীগের সম্মেলনে তারা নির্বাচিত হন।
সম্মেলনের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি’র উপস্থিতিতে তাদের নাম ঘোষণা করেন সম্মেলনের প্রধান বক্তা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভুইয়া।
চার বছর পর আনন্দ-উদ্দীপনার মধ্য দিয়ে কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সদস্যবিদায়ী কমিটির সভাপতি আহামদুল কবির এবং সঞ্চালনায় ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান।
এস.এম রবিন হোসেন পৌর আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির সহ-সভাপতি ছিলেন এবং কামরুল ইসলাম পৌর আওয়ামী লীগের সদস্যবিদায়ী কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।