চাকরি-বাকরি
অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদের তিনজনকে বদলি
গাজীপুর কণ্ঠ, বদলি-প্রদায়নের ডেস্ক : পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ও পুলিশ সুপার পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার উপ-সচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাইওয়ে পুলিশ ইউনিটের অতিরিক্ত ডিআইজি মো. আবদুল মালেক এবং পুলিশ একাডেমি, সারদার অতিরিক্ত ডিআইজি বাসুদেব বনিককে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। আর শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-৬ খুলনার পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদকে খুলনা মহানগরীর উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।