তেলিপাড়ায় চ্যাম্পিয়ন পরিবহনের বাসের ধাক্কায় পুলিশ কনস্টেবল নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাসের ধাক্কায় প্রাণ গেল রশিদুর রহমান (৫২) নামে হাইওয়ে পুলিশের এক কনস্টেবলের।
সোমবার সকালে বাসের ধাক্কায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান তিনি।
রশিদুর রহমান নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।
নিহত রশিদুরের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্যাহপুর উপজেলার নলডাঙ্গা গ্রামে। চাকরি সূত্রে পরিবার নিয়ে গাজীপুরের তেলিপাড়া এলাকায় থাকতেন তিনি।
সম্প্রতি তাঁর ফরিদপুরে বদলির আদেশ আসে। মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগ দেওয়ার কথা ছিল পুলিশ কনস্টেবল রশিদুর রহমানের। কিন্তু বদলির ঠিক আগের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
নিহত কনস্টেবলের ছেলে আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের জানান, তাঁর বাবা নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁর ফরিদপুরে বদলির আদেশ আসে। মঙ্গলবার নতুন কর্মস্থলে যোগদানের কথা ছিল তাঁর। আজ সকালে তাই বেতনের টাকা আনতে নাওজোড় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে যাচ্ছিলেন তিনি। পথে তেলিপাড়া এলাকায় চ্যাম্পিয়ন পরিবহনের একটি বাস ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টায় তাঁর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনায় জড়িত চ্যাম্পিয়ন পরিবহনের বাসটি আটক করা হয়েছে।