ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন
গাজীপুর কণ্ঠ, খেলাধুলা ডেস্ক : ভারত বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।
রোববার (৩ নভেম্বর) তিনি এক অভিনন্দন বার্তায় বলেন, ভারতের সাথে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বাংলাদেশ দুদান্ত ক্রিকেট নৈপুণ্য প্রদর্শন করে ভারতকে পরাজিত করায় দেশবাসীর সাথে আমি ও আনন্দিত এবং গর্বিত । এ সিরিজে বাংলাদেশ ধারাবাহিক ভাবে ভালো খেলেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে বলেই আমি আশা করি। আমি জাতীয় ক্রিকেট দলের সার্বিক সাফল্য কামনা করি।
প্রতিমন্ত্রী মুশফিকুর রহিমের অপরাজিত ৬০ রানের লড়াকু ইনিংসের প্রশাংসা করেন এবং তাকে বিশেষ ধন্যবাদ ও শুভ কামনা জানিয়েছেন।
প্রথমে ব্যাট করতে নামা ভারতকে ১৪৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রইল টাইগাররা।