বিলাশপুরে খালাকে খুনের পর খালুকে কুপিয়ে পালিয়েছে ভাগিনা
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পশ্চিম বিলাশপুর এলাকায় শ্বাসরোধ করে খালা রীনা আক্তারকে (৫০) হত্যা করেছে তার ভাগিনা হোসেন (১৪)।
ঘটনা দেখে ফেলায় খালু সিদ্দিক বেপারীকে (৫৫) ধারালো অস্ত্রে পেটে ও গলায় আঘাত করে পালিয়ে গেছে হোসেন ।
রোববার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পুত্রবধূ হেনা ও ইভা জানান, রীনা আক্তারের বোনের ছেলে হোসেন আরো দুই বন্ধু নিয়ে শনিবার দুপুরে তাদের বাসায় বেড়াতে আসে। সকাল ৭টার দিকে তারা রীনা আক্তারের গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে। এ ঘটনা সিদ্দিক বেপারী দেখে ফেললে তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে ও গলায় আঘাত করে তারা দৌঁড়ে পালিয়ে যায়।
সিদ্দিক বেপারীর চিৎকার শুনে তার স্বজন ও আশপাশের ফ্লাটের লোকজন তাদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানের চিকিৎসক রীনা আক্তারকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় কুমার দাস জানান, সিদ্দিক বেপারীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
জিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) ক্রাইম মো. শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কোন কারণে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত চলছে।