‘মেয়র জাহাঙ্গীর বানের জলে ভেসে রাজনীতিতে আসেনি’ : শান্ত বাবু
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম বানের জলে ভেসে রাজনীতিতে আসেননি’ মন্তব্য করে গাজীপুর মহানগর যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহম্মেদ শান্ত বাবু বলেন, ‘টাকার বিনিময়ে কমিটি দেয়া স্থগিত করেছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগ সভাপতি আজমত উল্লা খান ও মহানগর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম’।
পূবাইল ইউপি সাবেক ছাত্রলীগ সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মোল্লার জন্মদিন ও মতবিনিময় সভায় মিরের বাজার নূর মার্কেট মিলনায়তনে শুক্রবার রাতে তিনি এসব কথা বলেন।
শান্ত বাবু অভিযোগ করে আরো বলেন, ‘চতুর্থ শ্রেণির কর্মচারীর ছেলে ৮ বছরে কিভাবে ৭-৮শ কোটি টাকার মালিক হয়? কার আত্মীয় টঙ্গী ইয়াবা ব্যবসার ডিলার? কি এমন আলাদীনের আশ্চর্য প্রদীপ পেয়েছে ৩-৪শ ফ্ল্যাট বানিয়েছে’।
‘জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে দলীয় লোককে কে হত্যা করেছ? যুবলীগের তৃনমূলের টাকায় থাইল্যান্ড সিঙ্গাপুর ট্যুর করেন। পকেটে পাসপোর্ট নিয়ে বক্তৃতা করার অভিযোগ করে তিনি বলেন-২০০৫ সালে উত্তরার রাজলক্ষ্মী কমপ্লেক্সে চোরাই মোবাইলসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হয়েছিল?’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান শুদ্ধি অভিযানে সরকারের গোয়েন্দা সংস্থা গুলোকে এইসব বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে বলেন, এক সময় তাদের ব্যবহার করা কোটি টাকার পাজেরো গাড়ি এখন কোথায় লুকিয়েছে?
পূবাইল থানা ছাত্রলীগের সহ সভাপতি মিনহাজুল ইসলাম মিনহাজের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, সাবেক সভাপতি পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ ও কাউন্সিলর ৩৯নং ওয়ার্ড মাসুদুর রহমান বিল্লাল, আহ্বায়ক সদস্য গাজীপুর মহানগর যুবলীগ রাজিবুল হাসান রাজীব, সহ-সভাপতি সাবেক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ নাসির উদ্দিন (নাসির), যুগ্ন সাধারন সম্পাদক, সাখাওয়াত হোসেন (স্বপন), সাবেক সাংগাঠনিক সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ লিটন সরকার, সাবেক সাংগাঠনিক সম্পাদক পূবাইল ইউনিয়ন ছাত্রলীগ শফিকুল ইসলাম স্বপন প্রমুখ।