গাজীপুর
মাওনায় ‘ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে’ পোশাকের দোকানে অগ্নিকাণ্ড
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরের মাওনায় ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে ‘ড্রেস মার্ট’ নামে একটি পোশাকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রামপ্রসাদ পাল জানান, সকালে মাওনার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারের দ্বিতীয় তলার অবস্থিত ড্রেস মার্ক নামের রেডিমেড পোশাকের দোকানে আগুনের সূত্রপাত হয়।
সকাল সাড়ে ছয়টার দিকে খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে দোকানের কিছু মালামাল পুড়ে যায়।
তিনি আরো জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা। এছাড়া, ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নিরূপণ করা যাবে।