আন্তর্জাতিক
মালিতে জঙ্গি হামলায় ৩৫ সৈন্য নিহত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার পশ্চিমাঞ্চলীয় দেশ মালিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৫ সৈন্য। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে।
শনিবার (২ নভেম্বর) দেশটির সেনাবাহিনীর বরাতে এমন তথ্যই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর অবস্থানকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জঙ্গিরা। এতে এই হতাহতের ঘটনা ঘটে।