গাজীপুর

প্রধানমন্ত্রীর নির্দেশ ‘নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী না আসতে পারে’: ওবায়দুল কাদের

গাজীপুর কণ্ঠ ডেস্ক : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘‘আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সারা দেশে নতুন যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের মাধ‌্যমে নতুন নেতৃত্ব আসছে; ‘নতুন নেতৃত্বে যাতে অনুপ্রবেশকারী তথা বির্তকিত-অপকর্মকারীরা না আসতে পারে, সেই ব‌্যাপারে সতর্ক থাকার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন’।

শুক্রবার দুপুরে কালিয়াকৈর উপজেলার সফিপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, তালিকা অনুযায়ী আমরা ব্যবস্থা নিতে যাচ্ছি। এই তালিকায় দেড় হাজারের মতো অনুপ্রবেশকারীর নাম আছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ”সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য এবং এটাই সড়কে চ্যালেঞ্জ”। রোড সেফটির জন্য ওয়ার্ল্ড ব্যাংক একটি প্রজেক্ট দিচ্ছে। এ ব্যাপারে আমরা সর্বোতভাবে আটঘাট বেঁধে নেমেছি। শৃঙ্খলাটাই বড় সংকট। অবকাটামোগত সমস্যা বাংলাদেশে কোথাও নেই। উন্নয়ন যথেষ্ট হয়েছে। শৃঙ্খলা না থাকলে উন্নয়নের দাম নেই।

ওবায়দুল কাদের আরো বলেন,‘‘সাম্প্রদায়িক দল ছাড়া অন্যদল থেকে ক্লিন ইমেজের লোক আমরা স্বাগত জানিয়েছি। এদের অনুপ্রবেশকারী বলবো না। যারা ভালো মানুষ, শিক্ষিত মানুষ, জনগণের কাছে গ্রহণযোগ্য; তারা অন্য দল করেও আসতে পারেন। কিন্তু সাম্প্রদায়িক শক্তি থেকে অনুপ্রবেশ, এটা দলীয়ভাবে নিষিদ্ধ।’’

তিনি বলেন, ‘‘দলের প্রধান শেখ হাসিনা অনুপ্রবেশকারীর তালিকা নিজে তত্ত্বাবধান করে তৈরি করেছেন। তিনি তালিকা পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। আমি এখন এই তালিকা দেশের বিভিন্ন বিভাগে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন; তাদের কাছে পাঠিয়ে দিচ্ছি।’’

এ সময় অন‌্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী সবুজ উদ্দিন খান, গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুরে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইফুদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button