গাজীপুর
দু:সহ যন্ত্রনার নাম ঢাকা-গাজীপুর মহাসড়ক: ২০কিমি পার হতে সময় লাগে ৩ঘন্টা (ভিডিও)
গাজীপুর কণ্ঠ ডেস্ক : দু:সহ যন্ত্রনার নাম ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত মহাসড়ক। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এই ২০ কিলোমিটার পার হতেই আড়াই থেকে তিন ঘন্টা সময় শেষ। দুর্ভোগে অতিষ্ট যাত্রী।
গাজীপুরের মেয়রও জানেন না কবে স্বস্তি ফিরবে এই সড়কে। তবে,এই সড়ক দিয়ে চলা বাস র্যা পিড ট্যানজিট-বিআরটি প্রকল্পের পরিচালক বলছেন-বছর খানেকের মধ্যে একটু হলেও কমবে বিড়ম্বনা।
আরো জানতে….
গাজীপুর সিটি কর্পোরেশন পুরোটাই যেন ময়লার ভাগাড় (ভিডিও)
সূত্র: নিউজ ২৪ টিভি