ধিরাশ্রম থেকে নব্য জেএমবি’র এক সদস্য গ্রেফতার করেছে ডিএমপি পুলিশ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের পূর্ব ধিরাশ্রম থেকে নব্য জেএমবি’র এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
গ্রেফতারকৃতের নাম- শেখ সোহান শাদ ওরফে মোহাম্মদ সাইফুদ্দিন ওরফে মেহান্না তারিক (২৩)। তার বাড়ি হবিগঞ্জের বানিয়াচং থানার দৌলতপুর গ্রামে।
সোমবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি পুলিশ।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিএমপি’র কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগ গত ২৪ অক্টোবর বিকেল ৫ টার দিকে মহানগরের পূর্ব ধিরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
ডিএমপি’র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের ওয়েবসাইট এন্ড ই-মেইল ক্রাইম টিম ইনচার্জ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ জানান, গ্রেফতারকৃত শেখ সোহান শাদ ইসলাম ধর্মের চেতনার ভুল ব্যাখ্যা দিয়ে বিকৃতভাবে উপস্থাপন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুন্ন করত। ধর্মের অপব্যাখ্যার দ্বারা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে সামাজিক অস্থিরতা সৃষ্টি ও উগ্রবাদে উদ্বুদ্ধ হওয়ার জন্য উস্কানি প্রদান করত। গাজওয়াতুল হিন্দ ও জিহাদের অপব্যাখ্যা দিয়ে ও প্রোপাগান্ডা ছড়িয়ে জননিরাপত্তা শান্তিশৃঙ্খলা বিপন্ন, বিশৃঙ্খলা ও জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টির জন্য ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে উগ্রমতাদর্শে বিশ্বাসী তার সহযোগীদের পোস্ট লাইক/শেয়ার করতেন। মানুষের মধ্যে বিভিন্ন প্রকারের ধর্মীয় উগ্র, ভ্রান্ত মতবাদ প্রচার-প্রসার করে অত্যন্ত গোপনীয়ভাবে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন।
সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ আরো জানান, গত ১৫ ফেব্রুয়ারি যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেফতারকৃত নব্য জেএমবি’র দুই সদস্য মোঃ আল আমিন (২৭) ও শেখ গোলাম হোসেন ওরফে মিলাদের (২৭) দেয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর শেখ সোহান শাদকে ২৫ অক্টোবর সাত দিনের রিমান্ডের আবেদন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।