‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯’ এর খসড়ার অনুমোদন
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন-২০১৯’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ।
সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়ে।
বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে একথা জানান মন্ত্রি পরিষদের সচিব মোহাম্মদ শফিউল আলম।
সচিব বলেন, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের আইনের বিধান রেখে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইনটি করা হয়েছে। আইনের ৫ ধারায় একটি পর্ষদ গঠনের কথা বলা হয়েছে। এতে একজন চেয়ারম্যান ও চার জন পরিচালক থাকবেন। যাদের মনোনয়ন দেবে সরকার এবং মেয়াদ হবে তিন বছর। তবে পর্ষদে মোট সদস্য থাকবেন ২২ জন। পর্ষদের কাজ হবে এলাকার উন্নয়ন বিষয়ে মহাপরিকল্পনা প্রণয়ন করা। আর আবাসনের অনুমতি দেওয়া।
তিনি আরও বলেন, তিন মাসে একবার এই পর্ষদ মিটিং করবে। ২২ জনের এক তৃতীয়াংশের উপস্থিতিতে কোরাম গঠন করা হবে। গাজীপুর সিটি করপোরেশন এবং সরকারি গেজেটে উল্লিখিত এলাকা নিয়ে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হবে।
এছাড়া বৈঠকে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট বিটুইন দ্য গর্ভমেন্ট অব দ্য রিপাবলিক অব সাউথ আফ্রিকা অ্যান্ড গর্ভমেন্ট অব দ্য পিপল রিপাবলিক অব বাংলাদেশ রিগার্ডিং দ্য ওয়েবার অব ভিসা রিকুয়ারমেন্ট ফর হোল্ডারস অব ডিপ্লোমেটিক অ্যান্ড অফিসিয়িাল পাসপোর্টস’ শীর্ষক চুক্তির খসড়ার অনুমোদন হয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের পাসপোর্টধারী কূটনীতিক ও অফিসিয়ালরা যেসব সুবিধা পাবেন তা উল্লেখ করা আছে।