আন্তর্জাতিকআলোচিত

সম্মতির ‘শারীরিক সম্পর্ক’ ধর্ষণ নয় : সুপ্রিমকোর্ট

গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : কোনো কারণে পুরুষ বিয়ে করতে অক্ষম হলে সম্মতির ভিত্তিতে ‘শারীরিক সম্পর্ক’ ধর্ষণ নয় বলে রায় দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। বুধবার ভারতের সুপ্রিমকোর্ট এ দেয়।

ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, মহারাষ্ট্রের এক চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের শুনানি শেষে বিচারপতি একে সিকরি ও এস আবদুল নাজিরের বেঞ্চের পর্যবেক্ষণ, ধর্ষণ ও সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের মধ্যে পার্থক্য রয়েছে।

অভিযোগের বিবরণ অনুযায়ী, ওই মহিলা বিবাহবিচ্ছেদের পর চিকিৎসকের প্রেমে পড়েছিলেন। তারা একসঙ্গে থাকতেও শুরু করেন। বেশ কয়েক দিন ধরেই একসঙ্গে থাকছিলেন তারা। কিন্তু ওই মহিলা যখন জানতে পারেন, তিনি (ডাক্তার) অন্য কাউকে বিয়ে করেছেন, তখনই অভিযোগ করেন।

সুপ্রিমকোর্টের বেঞ্চের পর্যবেক্ষণ, এমন পরিস্থিতি থাকতে পারে, যে বিবাহ করতে অপরাগ অভিযুক্ত। কিন্তু সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারার (ধর্ষণ) অভিযোগগুলো কোনোভাবেই প্রযোজ্য হচ্ছে না।

এর আগে ওই মামলা নিয়ে মুম্বাই হাইকোর্টে যান ওই মহিলা। কিন্তু সেখানে মামলায় হারার পর সুপ্রিমকোর্টের শরণাপন্ন হন তিনি। সবশেষে গতকাল সুপ্রিমকোর্টের বেঞ্চ এমন রায় ঘোষণা করেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button