আত্মহত্যা করেছেন বাগদাদি
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুক্তরাষ্ট্রের চালানো এক বিশেষ অভিযান চলাকালে আত্মহত্যা করেছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে এই একথা বলেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
শনিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলে বিশেষ অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে মারা গেছেন আইএস প্রধান আবু বকর আল বাগদাদি।
এর আগে রোববার সকালে এই অভিযানের কথা জানা গেলেও তা সফল কিংবা বাগদাদির মৃত্যু হয়েছে কীনা সে বিষয়ে নিশ্চিত করেনি কেউ। পরে হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাগদাদির মৃত্যুর আনুষ্ঠানিক ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার বিবৃতিতে বলেন, অভিযানের সময় বাগদাদি আত্মহত্যা করেছেন। পরীক্ষায় বাগদাদির পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘‘সে (বাগদাদি) ছিল অসুস্থ আর দুষ্ট চরিত্রের এক ব্যক্তি এবং এখন সে মৃত।’’
আবু বকর আল বাগদাদিকে সবশেষ ২০১৪ সালে প্রকাশ্য দেখা যায়। ইরাকের মসুলের গ্র্যান্ড আল নুরি মসজিদে বক্তৃতায় তিনি নিজেকে আইএস খেলাফতের নেতা দাবি করেন। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল।