গাজীপুর
কালিয়াকৈরে ট্রাকচাপায় এক নারী নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ট্রাকচাপায় তমা আক্তার (২৯) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৭ অক্টোবর) দুপুরে চন্দ্রা এলাকার এ দুর্ঘটনা ঘটে।
তমা আক্তার দিনাজপুরের হাকিমপুর থানার দক্ষিণ বাসুদেবপুর এলাকার মৃত. আবুল হোসেনের মেয়ে।
সালনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন জানান, মোটরসাইকেলের পেছনে বসে ঢাকার দিকে যাচ্ছিল তমা আক্তার। একপর্যায়ে চন্দ্রা এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তমা ট্রাকের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এসআই আনোয়ার হোসেন।