১৮ দিন বয়সী শিশুকে বালতির পানিতে ডুবিয়ে হত্যা: পিতা আটক
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় ১৮ দিন বয়সী শিশুকে বাথরুমে বালতির পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগে পিতাকে আটক করেছে পুলিশ।
রোববার সকালে শিশুর লাশ উদ্ধার করে তার পিতাকে আটক করা হয়।
নিহত শিশুর নাম আব্দুল্লাহ আল মাহদী। আটক পিতা বিজয় হাসান (২২) শ্রীপুর উপজেলার নগর হাওলা গ্রামের শামসুল হকের ছেলে।
শিশুটির নানা মো. মোফাজ্জল হোসেন জানান, শুক্রবার বিজয় তাদের বাড়িতে বেড়াতে আসে। রোববার সকাল আনুমানিক ৬টার দিকে বাসার লোকজন ঘুম থেকে জেগে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাথরুমে বালতির পানিতে শিশুটিকে ডুবনো অবস্থায় দেখতে পায়। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি অভিযোগ করেন, তার মেয়ের সাথে এক বছর দুমাস আগে বিজয়ের বিয়ে হয়। বিয়ের আগে থেকেই অন্য এক মেয়ের সাথে বিজয়ের সম্পর্ক ছিল। বিষয়টি বিজয়ের পরিবার গোপন রেখেছিল। এছাড়া বিজয় নেশাগ্রস্ত। এসব বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। বিজয় শিশুটিকে তার মায়ের পেটে থাকা অবস্থায় তাকে মেরে ফেলার হুমকিও দিয়েছিল।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ লিয়াকত আলী জানান, অভিযুক্ত পিতাকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।