গাজীপুর

দুর্নীতির কারণে যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ কোনও নেতাই ছাড় পায়নি: আ ক ম মোজাম্মেল

গাজীপুর কণ্ঠ ডেস্ক : মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘আমরা দুর্নীতি বন্ধ করতে চাই, সরকার দুর্নীতি বন্ধ করতে চায়। দুর্নীতি বন্ধ করতে আমরা আমাদের ঘর থেকেই অভিযান শুরু করেছি। ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে আমরা ছাড় দেইনি। দুর্নীতির কারণে যুবলীগের কোনও নেতাই রেহাই পায়নি। স্বেচ্ছাসেবক লীগের প্রেসিডেন্ট সেক্রেটারিসহ কেউই ছাড় পায়নি।’

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীপুর পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে শ্রীপুর সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

জনগণের সম্পদ লুট হলে সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে না বলে হুঁশিয়ারি দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘শেখ হাসিনা দুর্নীতি ও অন্যায়কে প্রশ্রয় দেবেন না। শেখ হাসিনা মানুষের জান-মালের নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করে যাচ্ছেন। নিজের লোকদের শায়েস্তা করার মধ্য দিয়ে তিনি এ কাজ শুরু করেছেন। পর্যায়ক্রমে অন্যদেরও ধরা হবে। জনগণের সম্পদ কেউ লুট করবে, আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে, সেই সরকার শেখ হাসিনার সরকার নয়। এই বার্তা আমরা জাতিকে জানিয়ে দিচ্ছি।’

মন্ত্রী আরো বলেন, ক্ষমতায় থাকাকালে খালেদা জিয়া দুই হাতে বাংলার সম্পদ হরিলুট করে বিদেশে পাচার করেছেন অভিযোগ করে তিনি আরও বলেন, ‘বিএনপি সরকারের আমলে খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন তার ছেলে তারেক জিয়া হাওয়া ভবন সৃষ্টি করে। সেখানে বসে তারেক জিয়া দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করে, পাকিস্তান থেকে গ্রেনেড এনে সাপ্লাইও দিয়েছিল। আদালতের রায়ে তারেক জিয়ার জেল হয়েছে, টাকা পাচারের অভিযোগে বিদেশে নির্বাসিত হয়েছে।’

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধানসহ অনেকে বক্তব্য রাখেন।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button