গাজীপুর
কালিয়াকৈর উপজেলা যুবলীগের সকল কার্যক্রম স্থগিত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : চলমান শুদ্ধি অভিযানের মধ্যে কালিয়াকৈর উপজেলা যুবলীগের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে।
বুধবার প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই নির্দেশ দেওয়া হয়েছে।
গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক এসএম আলতাব হোসেন এবং যুগ্ম আহ্বায়ক মো: সেলিম আজাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কালিয়াকৈর উপজেলা শাখার সকল সকল কার্যক্রম স্থগিত করা হলো।
উপজেলা যুবলীগের সভাপতি মো. হিরো মিয়া জানান, ফেসবুকের মাধ্যমে জানতে পারি জেলা যুবলীগের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক আদেশে কার্যক্রম স্থগিত করা হয়েছে। আদেশের কপি এখনো অফিসিয়ালি পাইনি।
২০১৫ সাল থেকে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. হিরো মিয়া এবং সাধারণ সম্পাদক রেজাউল করিম ৭১ সদস্য বিশিষ্ট কমিটি নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছিল।