সারাদেশ

কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত, পুলিশের দাবি মাদক বিক্রেতা

গাজীপুর কণ্ঠ ডেস্ক : কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত সাইফুল ইসলাম মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। সাইফুল ইসলাম আদর্শ সদর উপজেলার জোড়ামেহের গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে আদর্শ সদর উপজেলার মনাগ্রাম এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি রিভলবার ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।

কোতোয়ালি থানার ওসি আবু ছালাম মিয়া জানান, বুধবার বিকেল সাড়ে ৪টায় পুলিশের একটি দল সদরের বালুতুপা এলাকায় মাদকবিরোধী অভিযানে যায়। এসময় কয়েকজন মাদক বিক্রেতা পুলিশের ওপর হামলা করে। এসময় কোতোয়ালি থানার উপ-পরিদর্শক জামালের গলার পাশে ছুরিকাঘাত করে মাদক বিক্রেতারা।

তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১২টায় মনাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় পুলিশও আত্মরক্ষার্তে পাল্টা গুলিবর্ষণ করলে সন্ত্রাসী সাইফুল গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) নেয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক সাইফুলকে মৃত ঘোষণা করেন।

নিহতের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button