গাজীপুর
টঙ্গীতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত: ২৪ লক্ষ টাকা আদায়
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের টঙ্গী এবং ভাদাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ দূষণের দায়ে ‘মামা ভাগিনা মিলস’কে ১ লক্ষ টাকা ও গ্যাস আইনে ‘দাইচি ফ্যাশন’কে ২ লক্ষ জরিমানা এবং ‘এননটেক্স’ এর বকেয়া ২০ লক্ষ টাকা আদায় করেছে জেলা প্রশাসন।
বুধবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
অপরদিকে একই এলাকায় গ্যাস আইনে ‘পরশ ওয়াশিং’ এর মালিক শওকতকে ১০(দশ) দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর, তিতাস গ্যাস, মেট্রোপলিটন পুলিশ এবং ব্যাটেলিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেছেন।