খেলাধুলা

রিয়ালের হারের রাতে জিতল রোনালদোর জুভেন্টাস

গাজীপুর কণ্ঠ ডেস্ক : দলে ইনজুরি সমস্যা। এ কারণেই কীনা এমন ভরাডুবি! জয়ের ছন্দে উড়তে থাকা রিয়াল মাদ্রিদ এবার দেখল মুদ্রার অন্য পিঠ। ছয় মৌসুম পর স্প্যানিশ লা লিগায় উঠে আসা মায়োর্কার কাছে হারল সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি।

নিজেদের মাঠে শনিবার মায়োর্কা জিতেছে ১-০ গোলে। ২০০৯ সালের পর রিয়ালের বিপক্ষে এটিই তাদের প্রথম জয়।

রিয়াল হারলেও জয় নিয়ে মাঠ ছেড়ে জুভেন্টাস। সেরি এ ম্যাচে গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বোলোনিয়াকে হারিয়েছে লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে জুভরা। নিজেদের মাঠে ২-১ গোলে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

প্রতিপক্ষের মাঠে আক্রমণে এগিয়ে থাকলেও নিশানা খুঁজে নিতে পারেনি রিয়াল। একের পর আক্রমণে দলের ফুটবলাররা ব্যস্ত রেখেছেন প্রতিপক্ষের রক্ষণভাগ। কিন্তু গোল ছিল সোনার হরিণ। তবে নিজেদের মাঠে কাউন্টার অ্যাটাকেও কম যায়নি মায়োর্কা। এরমধ্যে খেলার সপ্তম মিনিটে লিড নেয় তারা। গোলটি করেন লাগো জুনিয়র।

তারপর ম্যাচে ফিরতে চেষ্টা করে গেছেন জিনেদিন জিদানের দল। কিন্তু বারবারই ব্যর্থ হয়েছেন করিম বেনজেমারা। এরমধ্যে খেলার ৭৪তম মিনিটে দশজনের দল হয়ে যায় রিয়াল। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার আলভারো ওদ্রিওসোলা। শেষ অব্দি চলতি লিগে প্রথম হার নিয়েই মাঠ ছাড়তে হয় অতিথিদের।

গ্যারাথ বেল, টনি ক্রুস, লুকা মডরিচ, নাচো আর সার্জিও রামোসদের ছাড়া প্রথম একাদশ সাজাতেই হিমশিম খেতে হয়েছে কোচ জিদানকে।

লা লিগায় এ অবস্থায় ৯ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল। শনিবার এইবারকে ৩-০ গোলে হারানো বার্সেলোনা ১৯ পয়েন্ট নিয়ে রয়েছে শীর্ষে। গ্রানাদা ১৭ পয়েন্ট নিয়ে আছে এরপরই।

এদিকে জুভেন্টাস স্টেডিয়ামে খেলার ১৭তম মিনিটে দলকে এগিয়ে দেন রোনালদো। ক্লাব ও জাতীয় দল মিলে ক্যারিয়ারে এটি এই পর্তুগিজ মহাতারকার ৭০১তম গোল।

অবশ্য এই গোল বেশিক্ষণ ধরে রাখা হয়নি। দানিলো লারেনজিইরার গোলে সমতা ফেরায় বোলোনিয়া। এরপর দ্বিতীয়ার্ধে ফের এগিয়ে যায় জুভরা। এবার গোলদাতা পিয়ানিচ। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।

আট ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্টাস। ১৮ পয়েন্ট নিয়ে এরপরই ইন্টার মিলান।

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button