গাজীপুর
কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে অজ্ঞাত যুবকের মরদেহ
গাজীপুর কণ্ঠ ডেস্ক : কালীগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পৌরসভার ঘোনাপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাইন উদ্দিন জানান, স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতরে বয়স আনুমানিক ২৮-৩০ বছর। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ৮/১০ দিন আগে ওই যুবকের মৃত্যু হয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
তিনি আরো জানান, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তার পরনে কফি রঙের পোলো টিশার্ট রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।