গাজীপুর
শ্রীপুরে কাভার্ডভ্যান চাপায় এক পোশাক শ্রমিক নিহত
গাজীপুর কণ্ঠ ডেস্ক : শ্রীপুরে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের পাথারপার এলাকায় কাভার্ডভ্যান চাপায় এনামুল হাসান (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের খান গ্রুপের খান টেক্স পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কারখানা বন্ধ থাকায় এনামুল বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। দুপুরে মাওনা-ফুলবাড়ীয়া সড়কের পাথারপার এলাকায় ক্রাউন কারখানার সামনে নোহা কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।