বিকেবাড়ি এলাকায় ঝোঁপের ভেতর এক তরুণীর লাশ, আটক দুই
গাজীপুর কণ্ঠ ডেস্ক : মহানগরের বিকেবাড়ি এলাকার একটি ঝোঁপের ভেতর থেকে লুনা আক্তার নামে এক তরুণীর (১৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়েটি মামীর কাছে পালিত হিসেবে ছিল।
শুক্রবার সকালে বিকে বাড়ি এলাকার একটি ঝোঁপ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মামী মৃত জামিরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন (৫০) ও মামাত ভাই রবিউল ইসলামকে (১৯)। আটক করা হয়েছে।
নিহত লুনা আক্তার লালমনিরহাটের পাটগ্রাম এলাকার নবিউদ্দিনের মেয়ে। তার মায়ের নাম মৃত ছাম খাতুন। মা মারা যাওয়ার পর লুনাকে মামী আকলিমা খাতুন লালন-পালন করতেন।
মামী ও মামতো ভাইয়ে সাথে লুনা গাজীপুরের বাহাদুরপুর এলাকায় ভাড়া থাকত। সে স্থানীয় একটি কোমল পানীয় কারখানায় হেলপার পদে চাকরিরত ছিল।
গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানার এসআই সাহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, সকালে বিকেবাড়ি এলাকার একটি ঝোঁপে লুনার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে সকাল ৭টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এসআই সাহিদুল আরো জানান, নিহতের গলায় দাগ রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকলিমা বেগম এবং তার ছেলে রবিউল ইসলামকে থানায় আনা হয়েছে।
সূত্র: রাইজিংবিডি