সারাদেশ

পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা: চার সঙ্গীসহ নারী আটক

গাজীপুর কণ্ঠ ডেস্ক : পুলিশ ও সাংবাদিক পরিচয়ে প্রতারণা ও মাদক বিক্রির অভিযোগে চার সহযোগীসহ রেহেনা ওরফে লিপি (২৫) নামে এক নারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) বিকালে তাদের যশোর জিলা স্কুলের সামনে থেকে আটক করে কোতোয়ালি পুলিশ।

রেহেনা ওরফে লিপি চৌগাছা উপজেলার মাশিলা নারায়ণপুর গ্রামের মিঠুর স্ত্রী ও মোহাম্মদ হানিফের মেয়ে। তিনি যশোর শহরের রেলগেট এলাকায় বসবাস করেন। তার সহযোগীদের কাছ থেকে দুটি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত অন্যরা হচ্ছে যশোর শহরের চাঁচড়া রায়পাড়া এলাকার বাবুলের মেয়ে প্রিয়া (২০), শংকরপুর সরকারি মুরগীর খামার এলাকার লিটনের ছেলে সোহেল (১৯), রেলস্টেশন এলাকার টুকুর ছেলে বাবু (১৫) এবং আশ্রম রোড এলাকার সুরুজ মিয়ার ছেলে ওহিদুল (১৪)।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর সমীর কুমার সরকার জানিয়েছেন, ‘পুলিশের কাছে সংবাদ আসে এক নারী মোটরসাইকেলের সামনে ‘প্রেস’ লিখে তা চালিয়ে শহরময় ঘুরে বেড়ান। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা বিক্রি করে থাকেন। বুধবার বিকালে সংবাদ আসে যে, যশোর জিলা স্কুলের সামনে তার সঙ্গীরা অবস্থান করছে। সেখানে গিয়ে প্রিয়া, সোহেল, বাবু ও ওহিদুলকে আটক করা হয়। সোহেলের কাছে একটি ওয়াকিটকি পাওয়া যায়। ওয়াকিটকি সে সাংবাদিক পরিচয় দানকারী রেহেনা ওরফে লিপির কাছ থেকে পেয়েছে বলে পুলিশকে জানায়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রেহেনাকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদ করা হলে রেহেনা জানান, ওয়াকিটকি সেট তিনি একটি অনলাইন থেকে কিনেছেন। ওয়াকিটকি দেখিয়ে সাধারণ মানুষের কাছে পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করে থাকে লিপি ও তার সহযোগীরা। রেহেনার কিছু ছবি পাওয়া গেছে, যেখানে তার শরীরে পুলিশের পোশাক, হ্যান্ডকাফ, ওয়াকিটকি ইত্যাদি হাতে রয়েছে।’

আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ইন্সপেক্টর সমীর কুমার সরকার।

যশোর প্রেস ক্লাবের সম্পাদক আহসান কবীর বলেন, ‘যশোর প্রেস ক্লাবে এই নামে কোনও সাংবাদিক নেই। এছাড়া যশোর জেলাতেও এ নামের কোনও সাংবাদিক আছে বলে আমার জানা নাই। কারণ এখানে অল্প কিছু নারী সাংবাদিক হিসেবে কাজ করেন।’

এরকম আরও খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
10 skvělých tipů pro rychlý a snadný život: jak uvařit chutné jídlo, využít praktické lifestylové triky a pěstovat úspěšnou zahradu. Získejte užitečné rady a inspiraci právě zde! Klobásy v těstíčku: lahodné recepty na domácí pečení Těsto na kotlety: 10 originálních tipů a receptů pro Zapomeňte na Jak připravit lahodné jídlo: Salát s Recepty na klasické a Získejte tipy a triky pro zlepšení vašeho každodenního života! Na našem webu najdete užitečné rady pro vaření, jak využít domácích přísad k vytvoření chutných jídel, a také užitečné články o zahradničení. Buďte inspirací pro svůj vlastní zdravý životní styl a naučte se nové dovednosti díky našim informacím. Navštivte náš web a objevte nové možnosti pro zářivý a plnohodnotný život!