বাসে আগুন, সৌদিতে ৩৫ ওমরাহযাত্রী নিহত
গাজীপুর কণ্ঠ, আন্তর্জাতিক ডেস্ক : ওমরাহযাত্রীদের বহনকারী একটি বাসে আগুন লেগে সৌদি আরবে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
১৬ অক্টোবর, বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে দেশটির মদিনা নগরী থেকে ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
বাসটির সাথে অপর একটি গাড়ির সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায় বলে জানিয়েছে আরব নিউজ।
স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদে জানানো হয়, এশিয়ান ও আরব দেশের ৩৯ জন ওমরাহযাত্রীদের নিয়ে যাচ্ছিলো বাসটি। ব্যক্তিগতভাবে ভাড়া করা বাসটির সাথে পথে একটি ভারী যানের সঙ্গে ধাক্কায় আগুন ধরে যায়।
এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৩৫ জন মারা যান। এ ঘটনায় আরো ৪ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নিটকস্থ আল-হামনা হাসপাতালে নেয়া হয়।
দুর্ঘটনার সংবাদে ঘটনাস্থলে যায় রেড ক্রিসেন্টসহ অন্যান্য জরুরি সেবা সংস্থা।
এদিকে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত করা হচ্ছে।